“যুদ্ধ, মহামারী, প্রাকৃতিক দুর্যোগ বা দুর্ঘটনার কারণে একই এলাকার শতাধিক শিশুর মৃত্যুদিবস একই দিনে হওয়া সম্ভব। কিন্তু শ’খানেক শিশুর জন্মদিন একই দিনে হয়? হ্যা, হয়। যদি ‘মাস্তুল’ এর মত সংগঠন থাকে।”
ফুচকা বিলাস একটি ব্যতিক্রমী আয়োজনের নাম। সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে এই ব্যতিক্রমী আয়োজন করতে যাচ্ছে 'মাস্তুল'। নাম, পরিচয়হীন অন্তত দুইশত শিশুর জন্মদিন উৎসব পালন করা হবে আগামী ১২ নভেম্বর ২০১৬ রবীন্দ্র সরোবরে।
আমাদের সাথে যুক্ত হতে- goo.gl/zZTE63
অনুষ্ঠানে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে সুবিধাবঞ্চিত ...
Show the whole text
“যুদ্ধ, মহামারী, প্রাকৃতিক দুর্যোগ বা দুর্ঘটনার কারণে একই এলাকার শতাধিক শিশুর মৃত্যুদিবস একই দিনে হওয়া সম্ভব। কিন্তু শ’খানেক শিশুর জন্মদিন একই দিনে হয়? হ্যা, হয়। যদি ‘মাস্তুল’ এর মত সংগঠন থাকে।”
ফুচকা বিলাস একটি ব্যতিক্রমী আয়োজনের নাম। সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে এই ব্যতিক্রমী আয়োজন করতে যাচ্ছে 'মাস্তুল'। নাম, পরিচয়হীন অন্তত দুইশত শিশুর জন্মদিন উৎসব পালন করা হবে আগামী ১২ নভেম্বর ২০১৬ রবীন্দ্র সরোবরে।
আমাদের সাথে যুক্ত হতে- goo.gl/zZTE63
অনুষ্ঠানে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে সুবিধাবঞ্চিত শিশুরা এতে যোগ দেয়। নির্দিষ্ট দিনে হয়তো কারোরই জন্মদিন নাহ কিন্তু কোনো শিশু মাথায় ক্যাপ, মোমবাতি, কেক, বেলুন আর ঢোল পিটিয়ে জন্মদিন উৎযাপনের স্বাদ জানে নাহ, তাই ওদের জন্য এই প্রয়াস।
জন্মদিনে সকল শিশুদের জন্য থাকছে -
>> স্বাস্থ্য পরীক্ষা >> জন্মদিনের কেক >> খাবার >> জন্মদিনের উপহার >> নতুন জামা
আয়োজনে >> মাস্তুল ফাউন্ডেশন।। সহআয়োজনে >> গন্তব্য ফাউন্ডেশন
মাস্তুল কেন্দ্রীয় ও ঢাকা জেলা যুব পর্ষদ-দ্বারা পরিচালিত
যোগাযোগঃ
আলি আকবর জুয়েল – ০১৯১৮৩১৬১৩৭>>
রিপন চৌধুরী- ০১৬৮২৮০৮২১১
রাকিবুল হাসান তামিম-০১৬৮৬৫২৬৬১৭
মুশফিকুর রহমান আলিফ-০১৬৮৪১৬৫২৬৩
বাৎসরিক এই আয়োজনে স্বেচ্ছাসেবীরা বাচ্চাদের কেক কাটা থেকে শুরু করে ফুচকা খাওয়াসহ যাবতীয় কর্মকাণ্ডের পুরোধায় থাকবেন।
গত তিনবছর এই আয়োজনটি হয়েছিল ধানমণ্ডি লেকে, সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে... দেখে আসতে পারেন... ( http://goo.gl/kNSktG ) ( https://goo.gl/5Knler ) (https://goo.gl/B3hZCB)
আমাদের গ্রুপ লিঙ্কঃ https://www.fb.com/groups/mastulbangl...
একটি শিশুর শিক্ষা,বাসস্থান তথা মৌলিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তবুও আমাদের দায়িত্ব রয়ে যায় এইসকল বিষয়ে সকল অঙ্গনে সচেতনতা তৈরি করার।